স্টুডেন্ট ব্যাংক একাউন্ট খুবই প্রয়োজনীয়…। কিন্তু ব্যাংকের নাম শুনলেই অনেকে ভয় পাই কারন।। ব্যাংক মানেই অনেক টাকা আর ফি এবং চার্জের কথা মনে করে আমাদের মাথায় ঘুরে। কিন্তু ব্যাংক একাউন্টের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আমরা অনেকেই জানিনা।
উন্নত দেশ গুলোতে ছোট বেলায় বাচ্ছাদের সেইভিংস এ উৎসাহী করা হয়।
বর্তমানে অনেক স্টুডেন্ট ফ্রিল্যান্সিং পেশায় জড়িত যার অনেক
ক্ষেত্রে পেমেন্ট দেওয়া হয় ব্যাংকের মাধ্যমে।
বিভিন্ন রকমের অনলাইন এডুকেশান ফী, টিউশন ফী, ইত্যাদি বিল
এখন অনলাইনে দেওয়া হয় ব্যাংক কার্ড দিয়ে।
এছাড়াও স্টুডেন্ট অবস্থায় যদি আপনি ব্যাংকিং শুরু করেন
তাহলে আপনার সেভিংস এর আগ্রহ বৃদ্ধি পাবে, ব্যাংকিং বিষয়ে জ্ঞান বাড়বে যা আপনার
ভবিষৎত জীবনে কাজে লাগবে।
তাই আজকের ভিডিওতে আমি আপনাদের বাংলাদেশের টপ ৫ টি ব্যাংকের স্টুডেন্ট একাউন্ট
সম্পর্কে জানাবো, কোনটায় আপনি ফ্রী ডেবিট কার্ড পাবেন, ফ্রী চেকবুক পাবেন, একাউন্ট
চার্জ ফ্রী ইত্যাদি এ টু জেড ফুল ইনফরমেশান।
আর ভিডিওতে থাকবে আপনাদের জন্য কুইজের ব্যাবস্থা যার উত্তর
দিয়ে জিতে নিতে পারবেন পুরস্কার হিসেবে মোবাইল রিচার্জ। তাই নিচের লিংকে সম্পূর্ণ ভিডিওটি
দেখবেন।
https://youtu.be/4Z6ZJKlNK6Q
No comments:
Post a Comment