কোন ক্রেডিট কার্ড বিকাশ বা মোবাইল
ওয়ালেটে টাকা ট্রান্সফার জন্য অতিরিক্ত ফি নেয়।
প্রযুক্তির বদলতে দিন দিন আমাদের জীবন যাত্রার সহজ থেকে সহজতর হচ্ছে । আমদের নিত্য দিনের লেনদেন সহজ করার জন্য ব্যবহার হচ্ছে মোবাইল ওয়ালেট বা ই-ওয়ালেট। এর মাধ্যমে খুব সহজে আপনি নিত্য দিনের কেনাকাটা, বিল পরিশোধ, ফান্ড ট্রান্সফার , এড মানি করে পারেন। মোবাইল ওয়ালেটে আপনি টাকা ট্রান্সফার করতে পারেন যেকোন ব্যাংক হিসেব বা কার্ড থেকে।
আমরা সবাই কম বেশি ক্রেডিট কার্ড
থেকে বিকাশে বা যে কোন মোবাইল ওয়ালেটে
টাকা ট্রান্সফার করি। কিন্তু সম্প্রতি কিছু ব্যাংক ক্রেডিট কার্ড থেকে বিকাশে বা যে কোন মোবাইল ওয়ালেটে টাকা ট্রান্সফার
এর উপর নতুন চার্জ ধার্জ করেছে , তাই সচেতনতার জন্য এই ভিডিও টা অবশ্যই সবার দেখা
উচিত যে কোন কোন ব্যাংক এই নতুন চার্জ যুক্ত করেছে।
No comments:
Post a Comment